Alexa আইসিসি র‌্যাংকিংয়ের ছয় নম্বরে বাংলাদেশ

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

আইসিসি র‌্যাংকিংয়ের ছয় নম্বরে বাংলাদেশ

 প্রকাশিত: ২৩:২৪ ৩ জুন ২০১৭   আপডেট: ১৭:৩৩ ২৪ সেপ্টেম্বর ২০১৯

প্রোটিয়াদের দেওয়া টার্গেট চেজ করতে গিয়ে শুরুর পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। শনিবার দক্ষিণ আফ্রিকার করা ২৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে এশীয় দলটি। লংকান টিমের এই ধ্বসে বল হাতে নেতৃত্ব দেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। থারাঙ্গার দল শুরুটা অবশ্য খারাপ করেনি। দুই ওপেনার নিরোশান ডিকাভিলা ও উপল থারাঙ্গা মিলে ৬৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেন। ডিকাভিলা ৩৩ বলে ৫ চার ১ ছক্কায় ৪১ রানে মরকেলের শিকার হন। এরপরই মূলতঃ ভেঙে পড়তে শুরু করে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। অনেক্ষণ একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞুরি তুলে নেন অধিনায়ক থারাঙ্গা। এরপর ইমরান তাহিরের বলে ডি ভিলিয়ার্সের তালুবন্দী হয়ে ফিরেন তিনি। আউট হওয়ার আগে তার সংগ্রহ ছিল ৬৯ বলে ৬ বাউন্ডারিতে ৫৭ রান।

ইনজুরিতে এই ম্যাচে অনুপস্থিত ছিলেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে শেষ পর্যন্ত এশিয়ার দ্বীদেশটির হারের ফলে বাংলাদেশ একদিন আগে আইসিসি র‌্যাঙ্কিংয়ে হারানো অবস্থান ফের ফিরে পেল। অর্থাৎ সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে আসা বাংলাদেশ ফের ৬ নম্বর ধাপ ফিরে পেল। মাত্র একদিনের জন্য তারা আগের অবস্থান ৭-এ ফিরে গিয়েছিল ইংল্যান্ডের কাছে হেরে। গত বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধানী ম্যাচে ওভালে ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। লঙ্কানদেরও ছিল একই পয়েন্ট। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ ছিল ছয় নম্বরে। মাত্র দিনকয়েক আগে ত্রিদেশীয় সিরিজে নিউজজিল্যান্ডকে হারিয়ে সাত থেকে ছয়-এ উঠেছিল মাশরাফিরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংলিশদের কাছে হেরে র‌্যাঙ্কিংয়েও এক পয়েন্ট হারিয়েছে টাইগাররা। এর ফলে ফের সাত নম্বরে স্থান নিয়েছিল বাংলাদেশ। তবে আজ শিনিবার শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়া আবার ছয়ে উঠে এলো বাংলাদেশ।