Alexa আইসিসির ‘হল অব ফেমে’ শচীন

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আইসিসির ‘হল অব ফেমে’ শচীন

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৩৪ ১৯ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইসিসির নম্মানজনক ‘‌হল অফ ফেম’‌-এ এবার তালিকাভুক্ত হলেন শচীন টেন্ডুলকার। 

ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে এই বিরল সম্মান পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড ও দু’বার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটার ক্যাথরিন ফ্রিৎপ্যাট্রিক।

এমন বিরল সম্মান পেয়ে শচীন আপ্লুত। তিনি বলেন, ‘আমার কাছে এটা বিরাট সম্মানের।’‌

আইসিসি টুইট করে জানায়, ‘টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। সঙ্গে ১০০ সেঞ্চুরির মালিক যিনি। সেই শচিনকে শুধু ‘‌কিংবদন্তি’‌ বললেও কম বলা হবে। শচীন এখন থেকে আইসিসির ‘‌হল অফ ফেম’‌ এ তালিকাভুক্ত একজন।’‌ 

ক্যারিয়ারে ৩৪,৩৫৭ রান করেছেন শচীন, রয়েছে ১০০ সেঞ্চুরিও। শচীনের সঙ্গে আইসিসির ‘‌হল অফ ফেম’‌-এ জায়গা পাওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডোনাল্ডের একদিনের ক্রিকেটে আছে ২৭২ উইকেট। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক মহিলা ক্রিকেটার ক্যাথরিনের একদিনের ক্রিকেটে আছে ১৮০ উইকেট, টেস্টে ৬০। কোচ হিসেবে তিনবার অস্ট্রেলিয়াকে নারীদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন তিনি।

শচীনের আগে আইসিসির এই বিরল সম্মান আরও পাঁচ ভারতীয় পেয়েছেন। আছেন বিষেন সিং বেদি, সুনীল গাভাস্কার, কপিল দেব (‌২০০৯)‌, অনিল কুম্বলে (‌২০১৫)‌ ও রাহুল দ্রাবিড় (‌২০১৮)‌। 

ডেইলি বাংলাদেশ/ববি/সালি

Best Electronics
Best Electronics