Alexa আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৫৩ ১৩ জুলাই ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

পুঁজিবাজারে ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এ প্রান্তিকে আগের বছরের তুলনায় লোকসান কমেছে তিন পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৮ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাস (জানুয়ারি-জুন, ২০১৯) শেষে শেয়ারপ্রতি লোকসানের পরিমান ২৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩১ পয়সা। 

২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা (লোকসান), যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১৬ টাকা পাঁচ পয়সা (লোকসান)। আর অর্ধবার্ষিক বা দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন, ২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৪৫ পয়সা লোকসান, যা আগের বছর একই সময় লোকসান ছিল ৩৭ পয়সা।

ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে

Best Electronics
Best Electronics