Alexa আইসিবির ডিজিএমসহ গ্রেফতার ৩

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

শেয়ার কেলেঙ্কারি

আইসিবির ডিজিএমসহ গ্রেফতার ৩

 প্রকাশিত: ১৮:০৯ ৩০ আগস্ট ২০১৮   আপডেট: ১৮:১৬ ৩০ আগস্ট ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

পুঁজিবাজার থেকে কেলেঙ্কারির মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রাক্তণ উপ-মহাব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেফতার করেছে দুদক।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৎস্য ভবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে মোট ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিনজন হলেন আইসিবির প্রাক্তণ উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) টিপু সুলতান ফরায়েজী, সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মন্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ।

এর আগে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ঢাকার রমনা মডেল থানায় এই তিনজনসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর/এসআই