Alexa আইপিএল এ বেঙ্গালুরুর কোচ কার্স্টেন

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

আইপিএল এ বেঙ্গালুরুর কোচ কার্স্টেন

 প্রকাশিত: ২০:০৭ ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ২০:০৭ ৩১ আগস্ট ২০১৮

গ্যারি কার্স্টেন

গ্যারি কার্স্টেন

আইপিএলের গেল দুই আসর ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি। আর তাই দলকে ফর্মে ফেরাতে আরসিবি’র নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্যারি কার্স্টেন। তিনি সদ্য বিদায়ী কোচ ড্যানিয়েল ভেট্টরির স্থলাভিষিক্ত হলেন।

এর আগে গেল সপ্তাহে ভেট্টরিসহ বেশ কয়েকজন কোচিং স্টাফকে বরখাস্ত করে আরসিবি। কার্স্টেন এ বছরের শুরুতে বিরাট কোহলিদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন।

আইপিএলের এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। আছেন ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারা।

তাই আগামী মৌসুমকে সামনে রেখে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তারই অংশ হিসেবে হেড কোচের পদ থেকে ভেট্টরিকে ছাঁটাই করেছে তারা। একই সঙ্গে ছাঁটাই হয়েছেন ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল ও বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনারের অধীনে ২০১১ সালে বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে এর আগে ২০১৪ ও ২০১৬ সালে দিল্লি ডেয়ারডেভিলসের কোচের দায়িত্ব পালন করেছেন কার্স্টেন। দুই মৌসুমেই শিরোপা জেতে দিল্লি।

এছাড়া বিগ ব্যাশে ২০১৭ সালে হার্বাট হ্যারিকেন্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/সালি