Alexa আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৩

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫১ ২১ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার সাভার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছিনতাইকারী চত্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরা হলো- সামসুদ্দীন (৩৮), রব (৩৫) ও আরিফুল ইসলাম (৪০)। 

শনিবার সন্ধ্যায় ব্যাংক কলোনি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল রেববার সন্ধ্যায় জানান, গোপন সংবাদে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছিনতাই চক্রের কয়েকজন সদস্য ব্যাংক কলোনি এলাকায় অবস্থান করছে। এ তথ্যে অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার আটক করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে জনগণের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার মোবাইলসহ বিভিন্ন জিনিস ছিনতাই কওে আসছে। তাদের বিরুদ্ধে রাজধানীস দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ময়নসিংহ সদরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও প্রতারণার ১টি মামলায় তাদেরকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এসবি/এসআই

Best Electronics
Best Electronics