Alexa অ্যাটর্নি জেনারেলকে ফের হত্যার হুমকি

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২০,   মাঘ ৯ ১৪২৬,   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

অ্যাটর্নি জেনারেলকে ফের হত্যার হুমকি

 প্রকাশিত: ০১:৫৭ ২০ জুলাই ২০১৮   আপডেট: ০১:৫৭ ২০ জুলাই ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ফের হত্যার হুমকি দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় ডাকযোগে এ সংক্রান্ত একটি চিঠি তার অফিসে আসে।

এর আগেও তাকে একাধিকবার চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়। 

এ ব্যাপারে রাজধানীর শাহবাগ থানায় জিডি করা হয়েছে। 

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এসব চিঠিতে তিনি মোটেই শংকিত নন। এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

কারা চিঠি পাঠিয়েছে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ধারণা করছি, বিএনপি সমর্থিত লোকেরাই এই চিঠি পাঠিয়েছে। 

তিনি বলেন, চিঠিতে বলা হয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিনে নিয়েছে। আপনি খালেদা জিয়াকে নিয়ে খেলা শুরু করেছেন। এর ফল ভালো হবে না। এর আগেও আপনাকে সতর্ক করা হয়েছে। আপনি প্রস্তুত থাকেন, আপনাকে হত্যা করা হবে। 

ডেইলি বাংলাদেশ/আরএ