Alexa অস্থায়ী বেদিতে বঙ্গবন্ধু জয়বাংলা লীগের শ্রদ্ধা

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

২১ আগস্ট গ্রেনেড হামলা

অস্থায়ী বেদিতে বঙ্গবন্ধু জয়বাংলা লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩১ ২১ আগস্ট ২০১৯   আপডেট: ১৩:৩৬ ২১ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ। ২০০৫ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে এ গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

বুধবার সকালে বঙ্গবন্ধু জয়বাংলা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করীম চৌধুরী বাবুলের নেতৃত্বে এ পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা ইউনুস আকবর, আবদুল মজিদ ও মো. রেজাউল করীম সাগর প্রমুখ।

অপরদিকে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে ফুল দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সব শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, রুহুল আমিনসহ আরো অনেকে। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা সিফাত সাদেকীন চপলের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা শ্রদ্ধা জানায় অস্থায়ী বেদিতে।

ডেইলি বাংলাদেশ/ডিএম/এমআরকে