Alexa অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘আলফা’

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘আলফা’

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৪০ ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৪:৪৯ ২১ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

৯২তম অস্কারের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত সিনেমা  ‘আলফা’। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে এ সিনেমাটি। 

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ছবির নাম ঘোষণা করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। অনুষ্ঠানে অস্কার কমিটি বাংলাদেশের চেয়ারম্যান কমিটির প্রধান হাবিবুর রহমান হাবিব এ ঘোষণা দেন।

এর আগে ১ অক্টোবর ২০১৮ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭(সাত) দিন প্রদর্শিত হয়েছে এমন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইংরেজি সাবটাইটেলসহ বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারবে বলে জানায় আয়োজক কমিটি। এর পরিপ্রেক্ষিতে জমা পরা ৩টি ছবির মধ্যে থেকে ‘আলফা’ ছবিটি নির্বাচন করেন নয় সদস্য বিশিষ্ট কমিটি। অন্য ছবিগুলো হলো মাসুম আজিজ পরিচালিত ‘সনাতনের গল্প' এবং তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়'।

ছবির নাম ঘোষণার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অস্কার কমিটি বাংলাদেশ-এর সদস্য অধ্যাপক আব্দুস সেলিম, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, খোরশেদ আলম খসরু এবং নির্বাচিত আলফা ছবির প্রযোজক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় ‘আলফা’ সিনেমাটি। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্পকে এই ছবির উপজীব্য করা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য করেছেন পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নিজেই। এটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।

ডেইলি বাংলাদেশ/এনএ