অষ্টমীতে প্রথম দেখা, চার ঘণ্টার মধ্যেই বিয়ে! (ভিডিও)
প্রকাশিত: ২২:৩৩ ১০ অক্টোবর ২০১৯ আপডেট: ২২:৫১ ১০ অক্টোবর ২০১৯

ছবি : সংগৃহীত
যেদিন দেখা সেদিনই বিয়ে! অঘটনটা এবারের পুজায় ঘটেছে। অষ্টমীর দিনই প্রথমবার সাক্ষাৎ, আর চার ঘণ্টার মধ্যে প্রীতমাকে একেবারে বউ বানিয়ে বাড়ি নিয়ে এলেন সুদীপ।
বিশ্বাস না হওয়ার মতোই ঘটনা। সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায় এই লাভ স্টোরি।
তাহলে একটু খোলাসা করা বলা যাক।
মাস তিনেক আগে সোশ্যাল সাইটে আলাপ হয়েছিল সুদীপ ঘোষাল ও প্রীতমা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই প্রীতমাকে মনে ধরেছিল সুদীপের। তারপর হোয়াটসঅ্যাপ-ফেসবুকে ভিডিও কলের মধ্যে দিয়ে মন দেয়া-নেয়া হয়ে যায়।
ঠিক হয়েছিল, ভারচুয়াল দুনিয়ার গণ্ডি পেরিয়ে পুজোয় অ্যাকচুয়াল সাক্ষাৎটা করেই ফেলবেন দু’জনে। যদিও সেভাবে কোনো পরিকল্পনা করা হয়নি।
অষ্টমীতে হঠাৎই দেখাটা হয়ে যায় দুজনের। ঠিক করে ফেলেন, আর দেরি নয়। শুভ কাজটা আজই সেরে ফেলবেন।
ওঠ ছুরি তোর বিয়ে ঢঙেই ভারতের হিন্দমোটরের এক পুজা মণ্ডপে গিয়ে প্রীতমার সিঁথিতে সিঁদুর ভরে দেন সুদীপ।
সুদীপ বলেন, দুই পরিবারই তাদের সিদ্ধান্তে অত্যন্ত খুশি। বউমাকে বুকে টেনে নিয়েছেন শাশুড়ি। জামাইকেও বেশ মনে ধরেছে প্রীতমার বাবা-মায়ের।
সুদীপের মা বলছেন, ছেলে বাড়ি ঢুকেই যখন বলল ও বিয়ে করে এসেছে, একটু অবাকই হয়েছিলাম। তবে বউমাকে খুব পছন্দ হয়েছে। নতুন সংসারকে ভালবেসে ফেলেছেন প্রীতমাও।
ভিডিও দেখুন>>>
ডেইলি বাংলাদেশ/এমএইচ