Alexa অল্টোকে সরিয়ে ভারতে গাড়ি বিক্রির শীর্ষে ডিজায়ার

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

অল্টোকে সরিয়ে ভারতে গাড়ি বিক্রির শীর্ষে ডিজায়ার

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৫ ২৫ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতীয়দের পছন্দের গাড়ির তালিকায় শীর্ষে এখন মারুতি সুজুকির ডিজায়ার। চলতি বছর প্রায় এক লাখ ২০ হাজার মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি বিক্রি হয়েছে ভারতে। এই জায়গায় এতদিন ছিল মারুতি সুজুকি কোম্পানিরই আরেক গাড়ি অল্টো। হ্যাচব্যাক গাড়িকে সরিয়ে এ বার সেই জায়গা দখল করল সেডান গাড়ি।

ভারতীয়দের পছন্দের এই বদল নিয়ে এক প্রবীণ অটোমোবাইল বিশেষজ্ঞের মতে, সেডান বরাবরই স্টেটাস সিম্বল। ২০১৯-এ এসে অল্টোর মতো ছাপোষা হ্যাচব্যাগ গাড়িতে আর মন ভরছে না ভারতীয়দের। তাই তারা ঝুঁকছেন সেডান গাড়ির দিকে। সেডান গাড়িতে পাঁচজন বসতেও পারে।

মারুতির সুজুকির ডিজায়ারের বিক্রি বৃদ্ধি দেখে টাটা, রেনোর মতো গাড়ি প্রস্তুতকারী সংস্থাও ঝুঁকছে সেডান গাড়ি তৈরির দিকে। সে জন্য এরমধ্যে টাটা এনেছে জেস্ট ও টিগর। ২০২১ সালের মধ্যে রেনোও কম দামে নতুন সেডান গাড়ি আনতে চলেছে।

ডেইলি বাংলাদেশ/এস