Alexa অলিভার কানের গ্লাভস উপহার পেল ভারতীয় শিশু 

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

অলিভার কানের গ্লাভস উপহার পেল ভারতীয় শিশু 

স্পোর্টস ডেস্ক   ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১৪ ৭ অক্টোবর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের দশ বছরের শিশু শুভজিৎ বিশ্বাস। তার প্রিয় ফুটবলার বিশ্বনন্দিত জার্মান গোলকিপার অলিভার কান। নিজেও তার মত একজন ফুটবলার হতে চান। ইউটিউবে দেখেন কানের খেলা। সুদূর জার্মানি থেকে ২০০২ বিশ্বকাপের সোনার বল-জয়ী গোলকিপার যে শুভজিৎ এর জন্য একবুক ভালবাসার সঙ্গে সঙ্গে এক জোড়া গ্লাভস পাঠিয়ে দেবেন তা কখনোই ভাবেনি। কিন্তু তাই হয়েছে।

ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কৌশিক মল্লিক ই কানকে জানান তার ক্ষুদে ভক্তের কথা। তিনি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কলকাতা পুলিশের একাডেমির জন্য প্রতিভা অন্বেষণে  বিভিন্ন জায়গায় ঘুরেছি। শ্যামনগরে ট্রায়ালে নজর কাড়ে শুভজিৎ। পছন্দের ফুটবলারের নাম  জিজ্ঞাসা করলে সপ্রতিভ জবাবে বলেছিল অলিভার কানের নাম। সময় নষ্ট না করে কানকে জানিয়েছিলাম শুভজিতের কথা। কয়েকদিনের মধ্যেই কান পাঠিয়ে দিলেন গ্লাভস জোড়া।’ দুর্দান্ত গোলকিপার হওয়ার পাশাপাশি কানের যে রয়েছে সংবেদনশীল একটা মন, এতেই তা প্রমাণিত।

অলিভার কানের দেয়া সেই গ্লাভস হাতে পেয়ে দারুণ খুশি উঠতি গোলকিপার। ছোট্ট হাতের মাপ মতো হয়নি সেই গ্লাভস জোড়া। কৌশিক মল্লিক বলছিলেন, ‘ওকে বলেছি গ্লাভসটা যতœ করে রেখে দিও।’

এতো সারা জীবনের সম্পদ। শুভজিতের বাবা বিষ্ণু বিশ্বাসও যেন স্বপ্নের ঘোরে। সাক্ষাৎকারে বলছিলেন, ‘ছেলেটা মোবাইলে সবসময় অলিভার কানের খেলা দেখত। উনি যে গ্লাভস পাঠিয়ে দেবেন তা ভাবতেই পারিনি।’

জীবন এক সুদীর্ঘ যাত্রাপথ। এই পথের শুরুতেই যে মিউনিখ থেকে উড়ে এসেছে উপহার। এই উপহারই ছোট্ট গোলকিপারের মনের প্রশান্তি।

ডেইলি বাংলাদেশ/আরএস