Alexa ‘অর্ডার অব জায়েদ’ পাচ্ছেন মোদী

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

‘অর্ডার অব জায়েদ’ পাচ্ছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০৪ ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ১৭:১১ ২৪ আগস্ট ২০১৯

প্রিন্স জায়েদ আল নাহান ও নরেন্দ্র মোদী (ছবি: সংগৃহীত)

প্রিন্স জায়েদ আল নাহান ও নরেন্দ্র মোদী (ছবি: সংগৃহীত)

কাশ্মীর ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ আগস্ট) রাতেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান নরেন্দ্র মোদী। 

শনিবার (২৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'অর্ডার অব জায়েদ' দিয়ে সম্মান জানানো হবে তাকে। যদিও গত এপ্রিলেই এই ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। 

প্রিন্স জায়েদ আল নাহান ও নরেন্দ্র মোদী (ছবি: সংগৃহীত) 

সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামেই ওই পুরস্কার দিয়ে থাকে আরব আমিরাত। 

শনিবার (২৪ আগস্ট) আবুধাবিতে দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী। এই সফরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। এই আলোচনা বৈঠকের পরেই স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ এক অনুষ্ঠানে 'অর্ডার অব জায়েদ' দিয়ে সম্মান জানাবেন প্রিন্স জায়েদ আল নাহিয়ান। 

ওই অনুষ্ঠানে যোগ দেয়ার আগে আমিরাতে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। সেখানে রুপি কার্ডের উদ্বোধন করবেন তিনি। 

ডেইলি বাংলাদেশ/আরএজে