Alexa অর্জুনের সঙ্গে প্রেম স্বীকার মালাইকার, করলেন ঘনিষ্ঠ ছবি পোস্ট

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

অর্জুনের সঙ্গে প্রেম স্বীকার মালাইকার, করলেন ঘনিষ্ঠ ছবি পোস্ট

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৩৭ ২৭ জুন ২০১৯  

অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা

অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা

অর্জুন কাপুর আর মালাইকা আরোরা, তাদের বয়সের পার্থক্য অনেকটাই। কিন্তু প্রেম তো আর নিয়ম মেনে হয় না। এর আগেও ডুবে ডুবে জল খেয়েছেন দু’জনেই। তবে কখনোই সম্পর্কের কথা স্বীকার করে নেননি দু’জনে। এতদিন ছিল চুপিসাড়ে থাকার পর এবার এল প্রকাশ্যে।

একসঙ্গে ঘোরাঘুরি, সময় কাটানো, হলিডে, পার্টি...সবই ঠিক আছে। কিন্তু এতদিন পরে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করে নিলেন তারা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বয়ফ্রেন্ড অর্জুনকে বার্থ ডে উইশ করে সম্পর্ক অফিসিয়াল তকমা দিলেন মালাইকা। একে অপরকে জড়িয়ে ধরা সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত, ২০ বছরের বিবাহিত জীবন ছেড়েছেন মালাইকা। অর্জুনও এখন পুরোপুরি ‘কমিটেড’। তবে বিয়ে কবে করছেন এ নিয়ে এখনো ধোঁয়াসা থেকেই গেছে। 

ডেইলি বাংলাদেশ/টিএএস