Alexa অবৈধ ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় ধরা খেলেন তিনজন

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

অবৈধ ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় ধরা খেলেন তিনজন

কুড়িগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:৪৪ ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০১:৪৫ ১৫ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে অবৈধভাবে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় সিল ও কাগজপত্রসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ের আলিফ কম্পিউটারের দোকান থেকে ছয়টি সিল ও তিনটি পিসিসহ তিনজনকে আটক করা হয়।

আটকদের বাড়ি কুড়িগ্রামের বিভিন্ন স্থানে। তারা দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্রের সহায়তায় গাড়ির ড্রাইভিং লাইসেন্স তৈরি ও দালালির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

কুড়িগ্রাম এসপি মহিবুল ইসলাম খান জানান, নিরাপদ সড়কের জন্য দক্ষ চালক প্রয়োজন এ লক্ষ্যে কুড়িগ্রাম পুলিশের অভিযান চলমান থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি বাংলাদেশ/আরএম