Exim Bank Ltd.
ঢাকা, বৃহস্পতিবার ১৭ জানুয়ারি, ২০১৯, ৪ মাঘ ১৪২৫

অবাধ মেলামেশায় মগ্ন ছিলেন দীপিকা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম
অবাধ মেলামেশায় মগ্ন ছিলেন দীপিকা!
দীপিকা পাড়ুকোন

ইতালিতে অনেক নিরাপত্তার মাঝে নিজেদের স্বপ্নের বিয়ে সম্পন্ন করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একই ছাদের নিচে বসবাস করছেন তারা।

এছাড়া, ইতালি থেকে বিয়ে করে ফিরে বেঙ্গালুরু এবং মুম্বাইতে পর পর ৩ বার রিসেপশন পার্টিও দেন এ তারকা দম্পত্তি। তবে ‘সিম্বা’ ছবির মুক্তির পর আপাতত নতুন বউ’র সঙ্গে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন রণবীর সিং।

কিন্তু রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে দীপিকা কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জানেন?

জানা যায়, ২০০৫ সালে অভিনয় শেখার সময় মুম্বাইতে হাজির হন দীপিকা। ওই সময়ই নিহার পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। টানা ৩ বছর ধরে নিহারের সঙ্গে সম্পর্ক ছিলো নায়িকার। শুধু তাই নয় তারা নাকি অবাধ মেলামেশায়ও মগ্ন ছিলো। মডেলিং শুরু করার পর ক্রমশ দূরত্ব বাড়তে শুরু করে নিহারের সঙ্গে।

নিহার পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিগ বস প্রতিযোগী উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দীপিকার। শোনা যায়, উপেনের সঙ্গে মডেলিং করার সময়ই সম্পর্ক গড়ে ওঠে তার। কিন্তু উপেনই নাকি ওই সময় সম্পর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাননি। ফলে দ্রুতই দীপিকার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

ক্রিকেটার যুবরাজ সিং’র সঙ্গেও এক সময় সম্পর্কে জড়ান দীপিকা। বলিউডের সঙ্গে ২২ গজের সম্পর্ক প্রায়ই সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে। সেই অনুযায়ী, দীপিকার সঙ্গে যুবরাজের সম্পর্কও সর্বজনবিদিত। এমনকি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা সহ একসঙ্গে রাত্রিযাপনও করতেন তারা।

মডেলিংয়ের সময়ে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান দীপিকা। মালিয়ার সংস্থা কিংফিশারের ক্যালেন্ডার গার্ল ছিলেন দীপিকা। ওই সময়ই নাকি সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান দীপিকা পাড়ুকোন। শুধু তাই নয়, আইপিএল’র ম্যাচ চলাকালীন সিদ্ধার্থ মালিয়া এবং দীপিকা পাডুকনের ঘনিষ্ঠ ছবিও ক্যামরায় ধরা পড়ে।

এমনকি, সিদ্ধার্থ মালিয়ারা সঙ্গে দীপিকার বিয়ে নিয়েও এক সময় গুঞ্জন শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দীপিকা পাড়ুকোনের।

রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাডুকনের সম্পর্ক বহুলচর্চিত। রণবীরের সঙ্গে দিপ্পির সম্পর্ক নিয়ে সরগরম হয়ে ওঠে। কিন্তু বেশ কিছুদিন সম্পর্কের পর রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের মাঝে ক্যাটরিনা কাইফ প্রবেশ করেন। এরপরই দীপিকার সঙ্গে রণবীর কাপুরের বিচ্ছেদ হয়ে যায়।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ‘রামলীলা’ ছবির সময় রণবীর সিং সরাসরি প্রেম নিবেদন করেন। যদিও রণবীর সিং’র প্রস্তাবে প্রথমে সম্মতি জানাননি দীপিকা। পরে ক্রমশ রণবীর সিং’র সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বই ভালবাসা এবং শেষে বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়।

ডেইলি বাংলাদেশ/টিএএস

আরোও পড়ুন
সর্বাধিক পঠিত
সোনাক্ষীকে বিয়ে করে ‌'চির কুমার' খেতাব মুছবেন সালমান!
সোনাক্ষীকে বিয়ে করে ‌'চির কুমার' খেতাব মুছবেন সালমান!
পোশাক শ্রমিকদের ৬ গ্রেডের বেতন বাড়ল
পোশাক শ্রমিকদের ৬ গ্রেডের বেতন বাড়ল
এমপি হচ্ছেন মৌসুমী!
এমপি হচ্ছেন মৌসুমী!
এই রিকশাচালক ৩৪টি কোম্পানির প্রধান!
এই রিকশাচালক ৩৪টি কোম্পানির প্রধান!
এশিয়ার সেরা ৭ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি
এশিয়ার সেরা ৭ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি
পাবজি গেম খেলে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ৬ তরুণ!
পাবজি গেম খেলে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ৬ তরুণ!
বাংলাদেশের মাঝে এক টুকরো ‌'কাশ্মীর'!
বাংলাদেশের মাঝে এক টুকরো ‌'কাশ্মীর'!
ফুলশয্যার রাতে স্ত্রীর কাছে কী চায় স্বামী
ফুলশয্যার রাতে স্ত্রীর কাছে কী চায় স্বামী
শাহনাজের স্কুটি উদ্ধার, হিরো পুলিশ
শাহনাজের স্কুটি উদ্ধার, হিরো পুলিশ
অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
সেই কিশোরীকে বিয়ে করল ধর্ষক
সেই কিশোরীকে বিয়ে করল ধর্ষক
ওটিতে রোগীর সামনেই অন্তরঙ্গে নার্স-চিকিৎসক, ভিডিও ভাইরাল
ওটিতে রোগীর সামনেই অন্তরঙ্গে নার্স-চিকিৎসক, ভিডিও ভাইরাল
বাড়ি পেয়ে খুশি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার
বাড়ি পেয়ে খুশি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার
মিলিয়ে দেখুন, ১৮৯৫ ও ২০১৯ এর ক্যালেন্ডার হুবহু
মিলিয়ে দেখুন, ১৮৯৫ ও ২০১৯ এর ক্যালেন্ডার হুবহু
মদের চেয়ে দুধ ক্ষতিকর: মার্কিন পুষ্টিবিদ
মদের চেয়ে দুধ ক্ষতিকর: মার্কিন পুষ্টিবিদ
গণিতে ভীত ছাত্রী এখন নাসার ইঞ্জিনিয়ার
গণিতে ভীত ছাত্রী এখন নাসার ইঞ্জিনিয়ার
চা বিক্রি করেই দম্পতির ২৩ দেশ ভ্রমণ!
চা বিক্রি করেই দম্পতির ২৩ দেশ ভ্রমণ!
ষাট বছরের বরের সঙ্গে ১৫ বছরের কনে!
ষাট বছরের বরের সঙ্গে ১৫ বছরের কনে!
মাঝরাতে সালমানের বাড়ির গেট ভাঙচুর করলেন ‘জাস্টফ্রেন্ড’ জেসিয়া! (ভিডিও)
মাঝরাতে সালমানের বাড়ির গেট ভাঙচুর করলেন ‘জাস্টফ্রেন্ড’ জেসিয়া! (ভিডিও)
ইসলাম ধর্মে গোসলের প্রকারভেদ
ইসলাম ধর্মে গোসলের প্রকারভেদ
শিরোনাম :
যাত্রীপ্রতি হজের বিমান ভাড়া কমলো ১০ হাজার ১৯১ টাকা যাত্রীপ্রতি হজের বিমান ভাড়া কমলো ১০ হাজার ১৯১ টাকা ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ যুদ্ধাপরাধী পরিবারের সম্পদ বাজেয়াপ্তের কাজ চূড়ান্ত: আইনমন্ত্রী যুদ্ধাপরাধী পরিবারের সম্পদ বাজেয়াপ্তের কাজ চূড়ান্ত: আইনমন্ত্রী