Alexa অবাধে চলছে মা মাছ নিধন

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

অবাধে চলছে মা মাছ নিধন

 প্রকাশিত: ২০:০৬ ১৯ জুলাই ২০১৮   আপডেট: ২০:১১ ১৯ জুলাই ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় অবাধে চলছে মা মাছ নিধন। সিংড়ার মাছের আড়ত ও বিভিন্ন হাট-বাজারে মা মাছ প্রকাশ্যে বিক্রি হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

জলাশয়, নদী-নালা, খাল-বিলে মা মাছ নিধনের সঙ্গে জড়িত এক শ্রেণির অসাধু জেলে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পয়েন্টে, কুঁচ, পাঁচা, বাদাই, কারেন্ট-খরা জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে ধরা হচ্ছে মাছ।  চলনবিলের উপর জীবিকানির্ভর করা মানুষ মনে করছেন, মা মাছ নিধন বন্ধ করা না গেলে আগামী দিনে মাছ সংকটে পড়বে দেশের বৃহত্তম মৎস্য ভান্ডার চলনবিল।

সিংড়া উপজেলার মৎস্য  অভয়াশ্রম দহ, জোড়মল্লিকা, বিলদহর, কৃষ্ণনগর, সারদানগর, পৌর শহরের দমদমা, পাটকোল, কতুয়াবাড়ি, শোলাকুড়া, সোহাগবাড়ি ও বিলের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন উপকরণ দিয়ে ডিমে পেট ভরপুর বোয়াল, ট্যাংরা, পাতাসী, পুটি, মলা, মাগুরসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মা মাছ প্রকাশ্যে নিধন করছে। 

সরেজমিনে সিংড়া মৎস্য আড়তে গিয়ে দেখা যায়, পেট ভরা ডিমওয়ালা  ট্যাংরা, শিং, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে।

জানা যায়, উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় মা মাছ রক্ষায় দহ ও অভয়াশ্রমে পাহারাদার নিয়োগ দেয়া হয়েছিলো। নতুন পানি আসার সঙ্গে সঙ্গে কিছু অসাধু জেলে মা মাছ নিধন করছে।

সিংড়া উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা সম্প্রতি বিলদহরের বানা ভেঙ্গে দিয়েছি। সবসময় পর্যবেক্ষণ করছি, অবৈধভাবে কেউ মাছ নিধন করলে ব্যবস্থা নেয়া হবে।

সিংড়ার ইউএনও (ভারপ্রাপ্ত) বিপুল কুমার বলেন, মা মাছ নিধন বন্ধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, আমরা  হাট-বাজারে জনসচেতনমূলক সভা করবো এবং লিফলেট বিতরণ করবো। মা মাছ রক্ষার্থে মোবাইল কোর্ট অব্যাহত আছে এবং থাকবে। এ বছর কেউ অবৈধভাবে মাছ নিধন করতে পারবে না।

ডেইলি বাংলাদেশ/আজ