Alexa অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে এরশাদ 

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৭ ১৪২৬,   ২৫ জমাদিউস সানি ১৪৪১

Akash

অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে এরশাদ 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৫ ১ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও তিনি সাংবাদিকদের জানান।

সোমবার বিকেলে সিএমএইচে এরশাদকে দেখে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওনার (এরশাদ) অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেয়ার মতো অবস্থা নেই। এখানেই চিকিৎসা দেয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

সিএমএইচে জাহিদ মালেকের সঙ্গে এরশাদের ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/আরএ