Alexa অবশেষে সু-সংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

অবশেষে সু-সংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৩ ২৬ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

গ্রীষ্মের গরম শেষে বর্ষার মৌসুম চললেও দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। ভ্যাপসা গরমে-ঘামে মানুষ হাঁপাচ্ছে। তবে এমন সময়ে এসে সু-সংবাদ দিলো আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে তা আরও বেড়ে যেতে পারে।

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দামকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ