Alexa অবশেষে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন সাবিলা!

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

অবশেষে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন সাবিলা!

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২৬ ৩ আগস্ট ২০১৯   আপডেট: ১৯:২৭ ৩ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবিলা নূরের বাবা চাকরি করে সংসার চালান। ভালোভাবেই চলে সংসার। কিন্তু পরিবারের সদস্যদের কোনো শখ পূরণ করতে গেলেই বাধে বিপত্তি। বাড়তি খরচের টাকা থাকে না তার কাছে। এদিকে সাবিলার ভার্সিটিতে যাতায়াতে অসুবিধা হওয়ায় স্কুটি কেনার বায়না ধরে। 

মেয়ের বায়না পূরণ করতেই চাকরির পাশাপাশি অ্যাপসভিত্তিক গাড়ি উবার চালানো শুরু করেন তার বাবা। ভালোই চলছিল দিনকাল। একটা সময় পরিবারের অমতে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়। এমন  ঘটনা বাস্তবে ঘটেনি, এটি দেখা যাবে ‘উবার’ শিরোনামের একটি খন্ড নাটকে। 

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এতে তার বাবার চরিত্রে তারিক আনাম খান এবং প্রেমিক চরিত্রে তৌসিফ অভিনয় করেছেন। এই নাটকটি নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবুর। 

অভিনয় প্রসঙ্গে সাবিলা বলেন, নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এ নাটকের চরিত্রটি একেবারেই নতুন। সহশিল্পী হিসেবে দু’জন জনপ্রিয় অভিনেতার সঙ্গে অভিনয় করেছি। নাটকটিতে মধ্যবিত্ত এক পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে নাটকটি।

নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি আসেছ ঈদের অনুষ্ঠানমালায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে। 

ডেইলি বাংলাদেশ/এনএ

Best Electronics
Best Electronics