Alexa অবশেষে নিরাবতা ভাঙলেন নেইমার

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

অবশেষে নিরাবতা ভাঙলেন নেইমার

 প্রকাশিত: ১৭:৩৩ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১৭:৩৩ ২০ জুলাই ২০১৮

রিয়ালেই থাকছেন নেইমার

রিয়ালেই থাকছেন নেইমার

নেইমার রিয়ালে আসছেন অথবা আসছেন না। গত মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে এ নিয়ে তুমুল আগ্রহ থাকলেও দুই পক্ষই চুক্তির ব্যাপারে মুখে তালা মেরেই ছিল।

অবশেষে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় তারা নেইমারকে আনছে না। এর পরপরই নেইমার ঘোষণা দেন তিনি প্যারিসেই থাকছেন। 

বিশ্বকাপে দেশকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে না পারার পর মিডিয়া থেকে বেশ দূরেই অবস্থান করছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন।

অবশেষে ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি পিএসজিতেই থাকছি। তাদের সাথে আমি চুক্তিবদ্ধ। তিনি বলেন, আমি এখানে এসেছিলাম নতুন চ্যালেঞ্জের জন্য, এবং নতুন কিছু চেষ্টা করার জন্য। রিয়াল মাদ্রিদের যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এসব নিয়ে অনেক কথা হয়েছে। আর তাতে আমার কোনো আগ্রহ নেই। সবাই জানে প্রেসিডেন্ট এবং সমর্থকরা কি চায়?

মূলত চ্যাম্পিয়ন্স লীগের জন্যই নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। আর এ লক্ষ্যে এ মৌসুমে এরই মধ্যে ইতালিয়ান গোলরক্ষন বুফনকেও চুক্তিবদ্ধ করেছে ফ্রান্সের ক্লাবটি।

বুফনের দলে আসা প্রসঙ্গে নেইমার বলেন, সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়ার। তার অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। বিশেষত তার সাথে খেলতে পারা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।

ডেইলি বাংলাদেশ, এমএইচ/সালি