Alexa অফিসে মরদেহের সন্ধানে খোঁড়াখুঁড়ি

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

অফিসে মরদেহের সন্ধানে খোঁড়াখুঁড়ি

বেনাপোল (যশোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪০ ১২ মার্চ ২০১৯   আপডেট: ২০:৪৩ ১২ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভেতর দুটি মরদেহ পুঁতে রাখা আছে এমন সন্দেহে খোঁড়াখুঁড়ি কাজ শুরু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিআইডি ও ম্যাজিস্ট্রেটসহ স্থানীয় বেনাপোল থানার সহযোগিতায় মেঝে খুঁড়ার কাজ শুরু করা হয়।

স্থানীয়রা জানায়, দুটি মরদেহের কঙ্কাল বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভেতর পুঁতে রাখা হয়েছে এ সন্দেহে সেখানে খুঁড়াখুঁড়ি করা হয়। শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌর কাউন্সিলর তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর ন্যাম ভবনের একটি ফ্লাট থেকে বের হওয়ার পর নিঁখোজ হন। সেই থেকে তার সন্ধান এখনো মেলেনি। তারই মরদেহ থাকতে পারে এ সন্দেহে তা উদ্ধারের জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।

সিআইডির মাহফুজ নামে এক সদস্যর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছু বলতে পারব না। ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন তিনি সব জানতে পারেন।  

এ সময় বেনাপোল বাজার কমিটির অফিসের সামনে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

ডেইলি বাংলাদেশ/এমকে