Alexa অফিসে নেই মহিলা কর্মী, অভাব মেটাতে ছেলেরাই সাজলো মেয়ে! (ভিডিও)

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

অফিসে নেই মহিলা কর্মী, অভাব মেটাতে ছেলেরাই সাজলো মেয়ে! (ভিডিও)

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১০ ২২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চোখে সানগ্লাস, পরনে ব্লাউজবিহীন শাড়ি, মহিলাদের মত সেজে একদল পুরুষের উদ্দাম নাচের ভিডিও এই মুহূর্তে তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া।

হাস্যকর ভিডিওটিতে দেখা যায় একদল পুরুষ মালায়লি একটি গানের সঙ্গে নাচছেন। সবাই পরেছেন সাদা আর সোনালী পাড়ের শাড়ি, মাথায় বাঁধা ফুলের মালা, রয়েছে গা ভর্তি গয়নাও! 

আজব এই ভিডিওটি দেখে হাসিতে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা। ফেসবুকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, যখন ওনম পালন করার জন্য কোনো মহিলা সহকর্মী থাকে না, তখন এমনটাই হয়!

অর্থাৎ দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পার্বণ ওনাম পালন করার জন্য অফিসে কোনো মহিলা কর্মী ছিলেন না! কাজেই পুরুষরাই বাধ্য হয়ে মহিলা সেজে অনুষ্ঠান পালন করলেন।

মহিলা সেজে ছেলেদের নাচের ভিডিওটি:-

ডেইলি বাংলাদেশ/টিএএস