Alexa অপারেশন থিয়েটারে পরীক্ষা!

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

অপারেশন থিয়েটারে পরীক্ষা!

 প্রকাশিত: ১৬:৩১ ২০ ডিসেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রশ্ন দিয়ে শুরু করি, আপনারা কি অপারেশন থিয়েটারে সন্তানের জন্ম দেয়ার আগে কাউকে পরীক্ষা দিতে ব্যস্ত এমন দৃশ্য দেখেছেন?

এক দিকে চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন, অন্য দিকে প্রসূতি চটপট নিজের পরীক্ষা শেষ করতে ব্যস্ত। এমন একটি ছবিই এখন রীতিমতো ভাইরাল হয়েছে টুইটারে। ছবিটিতে প্রায় ২৮ হাজার শেয়ার আর প্রায় দেড় লাখ লাইক পড়েছে। সংখ্যাটা এখনো বাড়ছে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত খবর অনুযায়ী, ছবিটি যুক্তরাষ্ট্রের কানসাসের নায়জিয়া থমাসের। তিনি জনসন কাউন্টি কমিউনিটি কলেজের সাইকোলজির দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনাচক্রে সাইকোলজির শেষ পরীক্ষার পরের দিনই তার ডেলিভারির ডেট দিয়েছিল চিকিৎসকরা। ১২ ডিসেম্বর শেষ পরীক্ষা আর ১৩ ডিসেম্বর ডেলিভারি। কিন্তু নায়জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ ডিসেম্বর অর্থাৎ শেষ পরীক্ষার দিনেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

তার আত্মীয় স্বজনরা সকলে ধরেই নিয়েছিলেন একটা বছর নষ্ট হল নায়জিয়ার। কারণ, শেষ পরীক্ষায় আর দিতেই পারবেন না তিনি। কিন্তু হাল ছাড়েননি নায়জিয়া। মনস্থির করেন, অপারেশন থিয়েটারে বসেই অনলাইনে শেষ পরীক্ষা দেবেন তিনি। যেমন ভাবা তেমনি কাজ! বাড়িতে আর চিকিৎসকদের সঙ্গে কথা বলে অপারেশন থিয়েটারেই আনিয়ে নেন ল্যাপটপ, বইপত্র। প্রসব যন্ত্রণা নিয়েই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেই সন্তান প্রসবের জন্য তৈরি হন তিনি।

কলেজের রেজাল্ট প্রকাশিত হতে এখনো দেরি আছে। তবে সাংঘাতিক মনের জোরে অপারেশন থিয়েটারে বসে যে পরীক্ষা নায়জিয়া সেদিন দিয়েছিলেন তার ফল বেশ ভালো। তিনি ও তার সন্তান সুস্থ আছেন, এ কথা নিজেই জানিয়েছেন নায়জিয়া।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics