Alexa অনেক নাটকীয়তার পর বার্সায় গ্রিজম্যান

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

অনেক নাটকীয়তার পর বার্সায় গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:০৯ ১২ জুলাই ২০১৯   আপডেট: ২০:১১ ১২ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গেলো ২ মৌসুমে বারবার শোনা গিয়েছে তিনি আসছেন। শেষ পর্যন্ত আসেননি। তবে অপেক্ষার পালা শেষ। এ বছর চুক্তিটা হয়েই গেলো। অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় নাম লেখালেন আন্তোনিও গ্রিজম্যান। 

১২০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের মাধ্যমে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে দলে ভেড়ালো বার্সেলোনা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্সা কর্তৃপক্ষ এটি নিশ্চিত করে। 

এর ফলে এখন থেকে মেসি সুয়ারেজের সঙ্গে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে। গত বছরও তার আসার কথা প্রায় পাকাই হয়ে গিয়েছিল। তবে একদম শেষ মূহুর্তে এক ভিডিও বার্তায় সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন গ্রিজম্যান। 

গ্রিজম্যানের সঙ্গে বার্সেলোনার এ চুক্তি ৫ বছরের। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত গ্রিজম্যান বার্সায় থাকছেন এটি এখন নিশ্চিত। চুক্তির বাই-আউট ক্লজের মূল্য ৮০০ মিলিয়ন ইউরো। 

এর আগে ২০১৪ সালে ৩০ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছিলেন গ্রিজম্যান। ব্যালন ডি’অরের ছোট তালিকায় বার দুয়েক নাম আসলেও এখনো জেতেননি তিনি। তবে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ।   

ডেইলি বাংলাদেশ/এএল/সালি