Alexa অনাস্থা ভোটে মোদীর জয়

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৬ ১৪২৬,   ১৭ জ্বিলকদ ১৪৪০

অনাস্থা ভোটে মোদীর জয়

 প্রকাশিত: ০২:১৯ ২১ জুলাই ২০১৮   আপডেট: ০২:২৫ ২১ জুলাই ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের পার্লামেন্টে লোকসভায় অনাস্থা ভোটে জয় পেয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার।

শুক্রবার সকাল থেকে লোকসভায় কয়েক ঘণ্টার বিতর্ক শেষে বিকেলে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট দেন সদস্যরা। এতে সরকারের পক্ষে ৩২৫ জন সংসদ সদস্য (এমপি) আস্থা প্রকাশ করেন। আর অনাস্থা প্রস্তাবে ভোট পড়েছে ১২৬ টি। 

এর আগে প্রায় ১২ ঘণ্টা ধরে চলা সংসদের অধিবেশনের পর লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কণ্ঠভোটের আহ্বান জানান।  সেই ভোটাভুটিতে জয় হয় এনডিএ সরকারের। 

সংশ্লিষ্টরা বলছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের এই জয় প্রত্যাশিত-ই ছিলো। 

তবে বিরোধীরা কতটা জোটবদ্ধ তা বুঝে নেয়ারও পরীক্ষা ছিল এই অনাস্থা প্রস্তাব। বিরোধী শক্তি যে এখনো মোদীর বিপক্ষে মজবুত হতে পারেনি মোটামুটি এটাই যেনো স্পষ্ট হলো এতে। 

ডেইলি বাংলাদেশ/আরএ