Alexa অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৯ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিনারা নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার সকালে  এ দুর্ঘটনা ঘটে

নিহতেরা হলেন-মুজাহিদুল ইসলাম ও আল আমিন।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুর থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল জামান জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত চার জনের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আশঙ্কাজনক একজনকে সিলেটের এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে