Alexa অটোরিকশায় চার্জ দিতে গিয়ে লাশ হলেন চালক

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে লাশ হলেন চালক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪৩ ৫ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সালাম নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধামইরহাট ইউপির নেউটা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুস সালাম ওই গ্রামের সজির উদ্দিনের ছেলে।

ধামইরহাট থানার ওসি মো.জাকিরুল ইসলাম বলেন, দুপুরে বাড়িতে ভাড়ায় চালিত অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান আব্দুস সালাম। এ সময় বৈদ্যতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর