Alexa অজগর দেখেই থমকে গেল মহাসড়কের সবকিছু!

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

অজগর দেখেই থমকে গেল মহাসড়কের সবকিছু!

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:২৪ ২ মে ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুব বেশি দরকার না পড়লে কেউ গাড়ি থামান না এই পথে। কারণ এই রাস্তায় নেই যানজট, নেই দোকান বা ঘরবাড়ি। মানুষেরও দেখা মেলে হটাৎ! সম্প্রতি এই মহাসড়কে এক বিশাল অজগরের দেখা মিলে। সেটা দেখেই থমকে গেলো মহাসড়কের সবকিছু! ঘটনাটি ঘটেছে ব্রাজিলে।

অজগরের রাস্তা পারাপারের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে ব্যস্ত রাস্তায় এসে পড়েছে বিশাল ওই সাপটি। তা দেখে দাঁড়িয়ে পড়ছে যানবাহন। মূলত, অজগরটিকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেন চালকরা।

সাপটি ধীরে ধীরে একদিকের রাস্তা পার হয়ে ডিভাইডার টপকে অন্যদিকে চলে গেল। প্রত্যক্ষদর্শীদের দাবি সবুজ অজগরটির দৈর্ঘ্য ছিল কমপক্ষে ৩ মিটার। ওজন হবে কমপক্ষে ৩০ কেজি।

ডেইলি বাংলাদেশ/এনকে

Best Electronics
Best Electronics