Alexa অচিরেই নুসরতের নতুন অধ্যায় 

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

অচিরেই নুসরতের নতুন অধ্যায় 

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪১ ২ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বসিরহাটের এমপি অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তিনি।

পাত্র নিখিল জৈন। নিখিল নামী কাপড়ের ব্যবসায়ী। তিনি কলকাতারই ছেলে। কলকাতা থেকেই প্রাথমিক পড়াশোনা করেছেন। এমপি বিড়লা ফাউন্ডেশন থেকে পড়াশোনার পর ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা নিতে বিদেশে পাড়ি দেন।

উচ্চশিক্ষার জন্য লন্ডন যান নিখিল। সেখানে ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে বিএসসি-ম্যানেজমেন্ট করেন। তারপর ফের কলকাতা ফেরেন।

নিখিল বর্তমানে একটি কাপড়ের সংস্থার ডিরেক্টর। গড়িয়াহাটে ওই সংস্থার একটি দোকান রয়েছে।

সেই সংস্থার একটি বিজ্ঞাপনে মডেলিং করার সূত্রেই নুসরতের সঙ্গে নিখিলের পরিচয়।

টলি ইন্ডাস্ট্রিতে অবশ্য তাদের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল। যদিও এতদিন নুসরত সম্পর্কের কথা স্বীকার করেননি।

বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন, যতবারই সম্পর্কের কথা জানতে চাওয়া হয়েছে, এটাই বলেছেন নুসরত।

নতুন এমপি হিসেবে কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করার পরই তার বিয়ের খবর সামনে আসে। চলতি মাসেই ইস্তানবুলে তিনি বিয়ে করবেন।

ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়েরা নুসরতের বিয়েতে উপস্থিত থাকবেন। এখন ডেস্টিনেশন ওয়েডিং অত্যন্ত ট্রেন্ডিং। সেই পথই নাকি বেছে নিতে চলেছেন নুসরতও। প্রাথমিকভাবে এমপির কাজ সামলেই নাকি বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে ছুটি নেবেন নুসরত।

নিখিল এবং নুসরত দু’জনেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তবে একে অপরের ছবি শেয়ার করার ব্যাপারে এখনো বেশ রাখঢাক রেখেই এগোচ্ছেন দু’জনে। ফেসবুক বা ইনস্টাগ্রামে দু’জনের একসঙ্গে ছবি চোখে পড়ে না।

পরিবারের সঙ্গেও নিখিলের বন্ধন খুবই দৃঢ়। ভাই-বোনেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি বাংলাদেশ/জেএইচ