Alexa অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এই নারী গভীর পানিতে ঘুরে বেড়ান!

ঢাকা, রোববার   ১৭ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২ ১৪২৬,   ১৯ রবিউল আউয়াল ১৪৪১

Akash

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এই নারী গভীর পানিতে ঘুরে বেড়ান!

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:২৯ ১৫ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উদ্ধার কাজসহ নানা প্রয়োজনে পানির নিচে ডুবুরিদের দীর্ঘ সময় কাটাতে হয়। এক্ষেত্রে তাদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়। আর অক্সিজেন ছাড়া পানির গভীরে নামা আত্মহত্যারই শামিল। 

তবে আনা ফন ব্যোটিশার নামে জার্মান এক নারী অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পানির নিচে অনায়াসে ঘুরি বেড়ান! অন্যদের এতে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি।

এক দশক ধরে ফ্রি-ডাইভার হিসেবে অক্সিজেন ট্যাংক ছাড়াই গভীর পানিতে নামছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা এই ডুবুরি বলছেন, ফ্রি-ডাইভিংয়ে সম্পূর্ণ নিজের ওপর ভরসা করতে হয়।

পাশাপাশি প্রকৃতির সঙ্গেও বোঝাপড়া করতে হয়। ফ্রি-ডাইভারদের নিঃশ্বাস-প্রশ্বাসের এক বিশেষ কৌশলও রপ্ত করতে হয়। এর ফলে একবার দম নিয়েই অনেকটা সময় পানির গভীরে ডুব দেয়া যায়। 

আনা বলেন, ডুব দেয়ার আগে ফুসফুসের মধ্যে যতটা সম্ভব অক্সিজেন জমা করার চেষ্টা করেন। কিছু ডুবুরি নিজেদের ক্ষমতার সীমা অতিক্রম করার চেষ্টা করেন। ফলে তাদের শরীরে ক্ষতির ঝুঁকি সৃষ্টি হয়। আনা ‘ক্রসফিট’ নামে এক কঠিন ব্যায়ামের মাধ্যমে নিজের ক্ষমতার সীমা বুঝতে পারেন। 

তিনি বলেন, এছাড়া পেশির অবস্থা এমন হতে হবে, যা বেশি অক্সিজেন ছাড়াও পানির নিচে সক্রিয় থাকতে পারে। সূত্র-ডয়চে ভেলে।

ডেইলি বাংলাদেশ/জেডআর