Alexa  ইমরান হাশমির স্ত্রী খুন, মরদেহ উধাও!

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

 ইমরান হাশমির স্ত্রী খুন, মরদেহ উধাও!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪২ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমি সর্বশেষ শাহরুখ খানের প্রযোজনায় একটি ওয়েব সিরিজে গোয়েন্দা চরিত্রে বাজিমাত করেছেন। প্রশংসিত হয়েছেন দর্শক মহলে।

শুক্রবার মুক্তি পেয়েছে ঋষি কাপুর, ইমরান হাশমি এবং সবিতা ধুলিপালা অভিনিত ‘দ্য বডি’ সিনেমার ট্রেলার। সেখানেই ইমরানের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবিতা ধুলিপালাকে। যিনি রহস্যজনকভাবে খুন হয়েছেন।

তবে নতুন করে তিনি আলোচনায় এলেন খুন হওয়া স্ত্রীর মরদেহ উধাও হওয়ায়। রহস্যজনকভাবে খুন হয়েছেন ইমরান হাশমির স্ত্রী। মর্গ থেকে উধাও হয়ে গেছে তার মরদেহ। স্ত্রীর মরদেহ কীভাবে মর্গ থেকে উধাও হয়ে যায়, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইমরান হাশমিকে।

আর সেই রহস্য ভেদ করা তদন্তকারী অফিসারের ভূমিকায় দেখা গেছে ঋষি কাপুরকে। যিনি গোটা ঘটনার তদন্তে নেমে নিজেই অবাক হয়ে যান। কে খুন করল ওই নারীকে, পাশাপাশি মর্গ থেকে কীভাবে ওই নারীর মরদেহ হঠাৎ উধাও হয়ে যায়, তা নিয়ে খোঁজ শুরু করেন।

শেষ পর্যন্ত কী রহস্যের সমাধান করতে পারবেন ঋষি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কারণ ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দ্য বডি’।

ডেইলি বাংলাদেশ/এমকে